বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল আজ মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল আজ। মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুরে দু’দলের মহারণ মাঠে গড়াবে বিকেল সাড়ে ৪টায়।
প্রথমবারের মতো শিরোপার সাক্ষী হতে ফাইনালের আগে বৃহস্পতিবার শেষবারের মতো অনুশীলন করেছে দু’দল। আসরে দুর্দান্ত পারফর্ম করেছে চট্টগ্রাম। ব্যাট ও বল হাতে লিটন-সৌম্য-মোস্তাফিজরা আলো ছড়িয়েছেন পুরো আসরে। ফাইনালের আগে তাই বেশ ফুরফুরে মেজাজে কোচ সালাউদ্দিন। যারা ফাইনালের চাপ সামলাতে পারবে তারাই শিরোপা জিতবে বলে মনে করেন চট্টগ্রামের কোচ। অন্যদিকে, উড়ন্ত পারফরমেন্স উপহার দিতে না পারলেও, ফাইনালে পৌঁছেছে তারকা সমৃদ্ধ দল খুলনা। চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ারের জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে মাহমুদউল্লাহদের। সাকিবের অনুপস্থিতি মিস করবেন। তবে, মাশরাফির উপস্থিতি বড় অনুপ্রেরণা খুলনা অধিনায়কের।



















