বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে কাল রয়েছে দুটি ম্যাচ
- আপডেট সময় : ০১:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে কাল রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও চট্টগ্রাম। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনার প্রতিপক্ষ রাজশাহী।
শেষ দুই ম্যাচে জয় পাওয়াই জেমকন খুলনার প্রেরণা। তবে ব্যাট হাতে এখনো ঝলসে উঠতে ব্যর্থ সাকিব আল হাসান। দু’দলই খেলেছে পাঁচটা করে ম্যাচ। খুলনা ৩ জয়ের বিপরীতে হেরেছে ২টাতে। এদিকে আশরাফুলের রাজশাহী জিতেছে ২ ম্যাচে। দু’দলের প্রথম দেখায় জিতেছে রাজশাহী। এদিকে, দিনের প্রথম ম্যাচে টানা তৃতীয় জয়ের খোঁজে নামবে ঢাকা। প্রথম তিন ম্যাচ হারের পর, পরের দুই ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী মুশফিকের দল। তবে প্রতিপক্ষটা যখন চট্টগ্রাম, তখন কিছুটা হলেও চিন্তিত ঢাকা। কেননা আসরে এখনো হারের মুখ দেখেনি চট্টগ্রাম। চার ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বন্দর নগরীর দলটি। এবার পঞ্চম জয়ের খোঁজে চট্টগ্রাম।




















