বঙ্গবন্ধু টানেলের ৯৬ শতাংশ নির্মাণ কাজ শেষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ প্রায় ৯৬ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ।
যান্ত্রিক স্থাপনার কাজ এখনও চলছে। এরই মধ্যে সংযোগ সড়ক নির্মাণের কাজও শেষ হয়েছে। ক্রস প্যাসেজ ও টানেল সম্পর্কিত টোল প্লাজার নির্মাণ কাজও প্রায় শেষের দিকে রয়েছে।
তিনি আরও জানান, টানেলের যান্ত্রিক, বৈদ্যুতিক ও সিভিল ওয়ার্ক চলছে এবং অন্যান্য আনুষঙ্গিক কাজও শেষ পর্যায়ে রয়েছে। টানেলের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।
১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টানেল। নদীর নীচ দিয়ে তৈরি টানেল দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম। এর অর্থায়ন করছে বাংলাদেশ ও চীন সরকার।