বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা আ’লীগের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
আগামী ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে অনুষ্ঠানমালা। এসময়, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অনাকাঙ্ক্ষিত বানান ভুলের জন্য দায়িত্বরত কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছেন বলে জানান তিনি। এছাড়া, লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে মর্মান্তিক এই ঘটনা জাতির জন্য হৃদয়-বিদারক।