বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে রূপালী ব্যাংক সিবিএ নেতৃবৃন্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে রূপালী ব্যাংক সিবিএ নেতৃবৃন্দ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
দুপুরে কেন্দ্রীয় রূপালী ব্যাংক সিবিএ-এর সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় রূপালী ব্যাংক সিবিএ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে আলাদাভাবে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার প্রফেসর ড. মিজানুর রহমান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, মো: আবদুল হালিম এবং খন্দকার কামাল-উজ্জামানসহ রূপালী ব্যাংক সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















