বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম ও আত্মবিশ্বাসে স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম ও আত্মবিশ্বাসে স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে বাংলাদেশ। একাদশ জাতীয় সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি । এ সময় তিনি জানান, করোনা মহামারি সারাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।
সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের শীতকালীন অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়। শুরুতেই দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন-জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উত্থাপিত হয়। এর পর শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধূর রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা,দেশ প্রেম ও আত্মবিশ্বাস স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে বাংলাদেশ। মৃত্যুর আগ পর্যন্ত দেশের প্রতি বঙ্গবন্ধুর ভালবাসার কথাও তুলে ধরেন শেখ ফজলুল করিম সেলিম। প্রধানমন্ত্রীর সময়াচিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলও জানান শেখ সেলিম।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সবাইকে অঙ্গিকার করার আহবান জানান তিনি।