বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলার দুই আসামী মাদ্রাসা শিক্ষক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন

- আপডেট সময় : ০২:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের মামলার দুই আসামী মাদ্রাসা শিক্ষক আল আমিন ও ইউসুফ আলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
চারদিনের পুলিশ রিমান্ড শেষে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বিচারক দেলোয়ার হোসেনের এজলাসে মাদ্রাসার দুই শিক্ষক এ জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত দুই মাদ্রাসা ছাত্রকে পালিয়ে যেতে সহায়তার কথার স্বীকার করেন তারা। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী জানিয়েছেন, তিনি মাদ্রাসা ইবনে মাসউদ কুষ্টিয়াতে হেফজ বিভাগে শিক্ষকতা করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে সরাসরি জড়িত আবু বক্কর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম ওরফে নাহিদ একই বিভাগের শিক্ষার্থী। ঘটনার দু’দিন আগে ইউসুফসহ মিঠুন ও নাহিদ কুষ্টিয়ার মার্কেটে যায়। যাওয়া আসার পথে শহরের পাঁচরাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি তাদের নজরে পড়ে। এরপর গত শনিবার সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সাথে আবু বক্কর ও নাহিদের যুক্ত থাকার বিষয়টি তিনি জানতে পারেন। পরে তাদের মাদ্রাসা থেকে নিজ নিজ বাড়িতে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।