বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কৃষ্টিয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে যুব মহিলা লীগ। এছাড়াও আরো বেশ কয়েকটি দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কৃষ্টিয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দিনাজপুরে মানবববন্ধন কর্মসূচী পালন করছে জেলা যুবমহিলা লীগ। দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে তারা । যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানানো হয়
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতাকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, জঙ্গিবাদ, মৌলবাদ’র বিরুদ্ধে নেত্রকোনায় মানববন্ধন বঙ্গবন্ধু পরিষদ।এদিকে, রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই স্নোগানে উজ্জীবিত হয়ে সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ, জাগরনী সঙ্গীত, কবিতা আবৃত্তি ও মানববন্ধন হয়েছে। দুপুরে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, সরকার ও ভাস্কর্য বিরোধী কার্যকলাপ রুখে দেয়ার হুশিয়ারি দেন।



















