বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় আইন-শৃংখলা বাহিনী ও রাজনৈতিক নেতারা কঠোর অবস্থানে
- আপডেট সময় : ০৬:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জেলাব্যাপী আইন-শৃংখলা বাহিনী ও রাজনৈতিক নেতারা কঠোর অবস্থানে রয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের দাবি করেছে পুলিশ। কয়েকজনকে আটকও করা হয়েছে। তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১৭ নভেম্বর থেকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়। প্রায় শেষ পর্যায়ে, শুক্রবার রাতে এর বেশ কিছু অংশ ভেঙ্গে ফেলে দৃর্বৃত্তরা।
মুজিব বর্ষ উপলক্ষে এটি নির্মাণের উদ্যোগ নেয় কুষ্টিয়া পৌরসভা।
এ হামলার মোকাবেলা করা হবে বলে জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
যে কোনো সময় দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে, পুলিশ।
শনিবার সন্ধ্যায় ভাস্কর্য চত্বরে পাহারায় ছিল পুলিশ। এর মধ্যেও একটি মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে কারো গাফিলতি থাকলে, ব্যবস্থা নেয়া হবে বলে জানান, পুলিশের খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি।
এটা সংবিধানের উপর হামলা বলে মনে করেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।



















