বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীদের কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহবান
- আপডেট সময় : ০৭:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীদের কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে এ আহবান জানান তিনি। এ সময় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, শেখ ফজলুল হক মনি’র সাহসী নেতৃত্ব স্বাধীনতা-পুর্ব বিভিন্ন আন্দোলনে অগ্রনী ভুমিকা রেখেছিলো।
যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ৮১তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন কেন্দ্রীয় যুবলীগের। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে যুবলীগ প্রতিষ্ঠাসহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পাশে থেকে তার ভুমিকার স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
এ সময় আজকের ভাস্কর্য বিরোধীরাই ‘৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করেছিল বলে জানান আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
এর আগে সকালে বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনি’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা।
এ সময় যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ ফজলুল হক মনি শুধু বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মীই ছিলেন না, তিনি ছিলেন যুব সমাজের আদর্শের প্রতীক।
এ ছাড়া ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানান, তাঁর সন্তান- ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।


















