বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন
- আপডেট সময় : ০৫:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে খুলনা, রংপুর ও শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভাস্কর্য নির্মাণ বিরোধীতার প্রতিবাদে খুলনা জেলা যুব মহিলা লীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার নামে স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর অপচেষ্টা ও ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ভাস্কর্য বিরোধী ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে রংপুর মহানগর যুব মহিলা লীগ। এসময় বক্তারা বলেন, দেশদ্রোহী ও অপশক্তির বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেয়া হয়।
শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহে ডাক্তার মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয় পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ১১ নম্বর ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, নেত্রকোনার পূর্বধলায় বিদ্যালয়ে অবৈধ নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম এবং ম্যানেজিং কমিটি গঠনে নানা অনিয়ম রয়েছে প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে।



















