বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনে ফসলের মাঠে শস্য রোপন কর্মসূচির উদ্বোধন

- আপডেট সময় : ০৮:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পৃথিবীর সর্ববৃহৎ ফসলের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনে শস্য রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বগুড়ায়। গিনেস বুকে নাম উঠাতে নেয়া উদ্যোগটি সাড়া ফেলেছে এলাকায়। এ আয়োজন দেখতে ভিড় করছে অনেকেই।
জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে নেয়া হয়েছে নতুন এক উদ্যোগ। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বালেন্দা গ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শস্য রোপণ করা হচ্ছে। ১০৫ বিঘা জমিতে লাগানো হবে সবুজ ও লাল রঙের ধান। শুক্রবার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন নাছিম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চিত্রকর্ম দেখবেন বলে জানান তারা। নতুন এই উদ্যোগে খুশি স্থানীয় গ্রামবাসী।
এর উদ্দেশ্য তুলে ধরেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।।
এর মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।