বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইমানুয়েল ম্যাকরনের শ্রদ্ধা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:১২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০২ বার পড়া হয়েছে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। সকাল সোয়া নয়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছালে ফরাসি এই অতিথি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহেনাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।
শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন ফ্রান্সের প্রেসিডেন্ট। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। এরপর সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন। ৩৩ বছর পরে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম ঢাকা সফর। আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিকেলে ঢাকা ছাড়বেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।