বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ঢাকাকে

- আপডেট সময় : ১০:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকাকে। জাতীয় সংসদ ভবনসহ পুরো নগরীই এখন আলোক উজ্জ্বল। ঝলমল করছে নগবাসীর বিনোদন কেন্দ্র হাতিরঝিলসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচি কাট ছাট হলেও বাদ পড়েনি রাজধানী ঢাকাকে বর্ণিল সাজে সাজোনোতে। বিজয় সরণীর পুরোটাই ছবি ও ডিজিটাল উপস্থাপনায় তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন।
জাতীয় সংসদ ভবন সেজেছে নতুন সাজে। ডিজিটাল ডিসপ্লে আর চোখ ধাধানো আলোকচ্ছটায় ফুটিয়ে তোলা হয়েছে জাতির পিতাকে। নগরীর বিনোদন কেন্দ্র হাতিরঝিলকে সাজানো হয়েছে নতুন অবয়বে। বর্ণিল আলোরে ঝলকানিতে ঝলমল করছে পানির ফোয়ারা। আর তাতেই তুলে ধরা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুকে ঘিরেই মেয়র হানিফ ফ্লাইওভার জুড়েই তৈরি হয়েছে রঙিন আলোর পথ। ল্যাম্পপোস্টসহ ফ্লাইওভারের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে জাতির পিতার প্রতিকৃতি।