বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হবে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২০’
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কাল থেকে ঢাকায় শুরু হবে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২০’। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ফিলিস্তিন। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
টুর্নামেন্টে মাতাতে বাংলাদেশে আসতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। সবার আগে বাংলাদেশে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন এবং মরিশাস। মূল দল নিয়ে বাংলাদেশে আসেনি যুদ্ধ বিধ্বস্ত দেশটি। মূল দলের ৮ ফুটবলারের সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলের ৮ জন আর বাকিরা ঘরোয়া ফুটবলার। তবে দল যেমনই হোক লক্ষ্য শিরোপা ধরে রাখা। শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে বুরুন্ডি, মরিশাস ও শিসেলস।

 
																			 
																		



















