বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে বস্ত্র খাবার ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও এতিমদের মাঝে বস্ত্র, খাবার ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। ঢাকার আজিমপুর এতিমখানায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, বাঙালির জীবন থেকে আঁধার মুছে ফেলার জন্য বঙ্গবন্ধু তার জীবন উৎসর্গ করেছিলেন। চোরাগোপ্তা হামলা করে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে স্বাধীনতার চেতনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী তার পিতার আরাধ্য কাজ সম্পন্ন করে যাচ্ছেন। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী বলেন, মুজিববর্ষে একটি মানুষও খাদ্যহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তার সংগঠন।























