জেলেদের নৌকা উপহার দিয়েছে বিজিবি

- আপডেট সময় : ০৫:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জেলেদের নৌকা উপহার দিয়েছে বিজিবি। সীমান্তে অপরাধ কমাতে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। উপহার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।.
সীমান্তে নদী তীরে বাস করা বেশির মানুষেরই পেশা, মাছ ধরা। তবে, নিজের নৌকা না থাকায় অনেকেই ভাড়া করে মাছ ধরেন। কেউবা নদীতে ডুব দিয়ে দিয়ে মাছ শিকার করেন। রাজশাহীর দরিদ্র এসব মানুষকে নৌকা উপহার দিয়েছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর পদ্মাপাড়ের টি-বাঁধে এক অনুষ্ঠানে ২৫জন জেলের হাতে নৌকার বৈঠা তুলে দেন বিজিবি’র মহাপরিচালক। সীমান্ত এলাকাগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে চোরাচালান কমবে বলে জানান তিনি। মুজিব শতবর্ষে এমন উদ্যোগ যুগান্তকারী বলে মনে করেন, রাজশাহী সিটি মেয়র।
এর আগে বিজিবির উদ্যোগে মেঘনা, যমুনা ও ইছামতি নদীপাড়ের দরিদ্র মাঝিদেরও নৌকাসহ বেশকিছু উপহার দেয়া হয়েছে।