বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও নুর আলীকে দেশের মাটিতে এনে বিচার কার্যকর করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৬৬১ বার পড়া হয়েছে
পরাষ্ট্রমন্ত্রণালয়ের কুটনৈতিক তৎপড়তার মাধ্যমে বিদেশের মাটিতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও নুর আলীকে দেশের মাটিতে এনে বিচার কার্যকর করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
তথ্য প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার শুয়াকৈর ব্রীজ পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ আগে দুপুরে সরিষাবাড়ির দৌলতপুরস্থ নিজ বাড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের শুভ জন্মদিন উপলক্ষে পক্ষাঘাতগ্রস্থ অসহায় মানুষদের মাঝে ২০টি হুইল চেয়ার, দরিদ্র নারীদের মাঝে ১০টি সেলাই মেশিন ও ৫৬টি নলকূপ বিতরণ করেন। এ সময় সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
















