বঙ্গবন্ধুর খুনিদের পরিবার চিহ্নিত করতে চলতি বছরেই তদন্ত কমিশন গঠিত হবে : আইনমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর খুনিদের পরিবার চিহ্নিত করতে চলতি বছরেই তদন্ত কমিশন গঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় প্রেসক্লাবে শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরো বলেন, দেশের বাইরে থাকা খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
জাতীয় প্রেসক্লাবে শোকদিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজক সম্প্রতি বাংলাদেশ নামের একটি সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্টের কলঙ্কময় অধ্যায়ের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের চিহ্নিত করতে চলতি বছরেই কাজ শুরু করবে তদন্ত কমিশন। দেশের বাইরে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুতই দেশে ফিরে আনা হবে বলেও জানান মন্ত্রী।
বঙ্গবন্ধু হত্যা সাথে পাকিস্তান ও মার্কিন সরকারের ষড়যন্ত্র ছিলো বলে জানান সাবেক বিচারপতি শামসুদ্দীনচৌধুরী মানিক।
৭৫’র ষড়যন্ত্রকারীরা এখনো রাজনৈতিকভাবে সক্রিয় বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল আলি সিকাদার।
উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের দরবারে পা রাখবে বলেও মত দেন বক্তারা।