বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় প্রাণে বেঁচে যান দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
১৯৭৭ সালের জুলাইয়ে ড. শফিক আহমেদ সিদ্দিকের সঙ্গে লন্ডনে বিয়ে হয় শেখ রেহানার। তাদের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টি থেকে পরপর দুবারের নির্বাচিত পার্লামেন্ট সদস্য। শেখ রেহানা কখনো ঘটা করে জন্মদিন পালন করেন নি। আওয়ামী লীগও দলীয়ভাবে কখনো কোনো কর্মসূচি নেয়নি। বরাবরের মতো এবারও তার জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই। তবে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ রেহানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।