বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মরদেহে শ্রদ্ধা
 
																
								
							
                                - আপডেট সময় : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন দল ও নানা শ্রেনী-পেশার মানুষ।
বগুড়া-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সকালে তার দীর্ঘদিনের বিচরনক্ষেত্র সংসদে নিয়ে আসা হয় মরদেহ। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এর আগে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধা কে শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সশস্ত্র সালাম জানানো হয়।
আব্দুল মান্নান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আওয়ামী লীগ নেতারা বলেন, দুঃসময়ে দলের সাহসী কর্মী হিসেবে প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিল তার সক্রিয় উপস্থিতি। দলের দুর্দিনে ছাত্রলীগ সভাপতি হিসেবে আব্দুল মান্নানের সাহসী ভুমিকা অনুসরনীয় বলেও মনে করেন তারা।
প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে করে আবদুল মান্নানের মরদেহ নিজ সংসদীয় এলাকা বগুড়ার সোনাতলায় নেওয়া হবে। সেখানেও একটি জানাজার পর সারিয়াকান্দিতে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে।

 
																			 
																		










