বগুড়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বগুড়া সদরের বুজরক মাঝিড়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি কর্মী আপেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আপেল ও তার বড় ভাই মামুনকে ছাগল বিক্রির কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে মহাসড়কের পাশে একটি লিচু বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বত্তরা। এতে সেখানেই আপেল মারা যায় এবং মামুনের শরীরে বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কোন্দল ও বিএনপি কর্মী সনি হত্যার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত আপেল ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী এবং গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের বাসিন্দা। তার বড় ভাই আহত আল মামুন গোকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।
















