বগুড়ায় পাসপোর্ট পাওয়া যেন সোনার হরিণে পরিনত হয়েছে

- আপডেট সময় : ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বগুড়ায় পাসপোর্ট পাওয়া যেন সোনার হরিণে পরিনত হয়েছে । নির্ধারিত ফি আর প্রয়োজনীয় কাগজ জমা দিয়েও মাসের-পর-মাস মিলছে না পাসপোর্ট। এতে চরম ভোগান্তিতে পড়েছে বগুড়া মানুষ।
বেড়ানো, হজ, ব্যবসা, শিক্ষা, চিকিৎসাছাড়াও কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রা বেড়েছে বহুগুণ। একারনে পাসপোর্টের চাহিদাও বেড়েছে। জরুরী পাসপোর্ট ১১ দিন আর সাধারণ পাসপোর্ট ২১ দিনে দেয়ার নিয়ম থাকলেও বাস্তবতা ভিন্ন। চার মাসেও মিলছে না সাধারণ পাসপোর্ট। অফিসে পাসপোর্ট নিতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ।
বই সংকট, প্রিন্টার নষ্টসহ নানা কারণ দেখিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। এতে বেশি বিপাকে পড়েছে বিদেশ ফেরত প্রবাসীরা। নির্ধারিত সময়েই পাসপোর্ট সরবরাহের দাবি সবার। ভোগান্তির কথা স্বীকার করে ই-পাসপোর্ট চালু হলেই সংকট কেটে যাবে জানালেন আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা। গেল বছরে বগুড়ায় পাসপোর্টের জন্য আবেদন পড়েছে ৪৩ হাজার। এর মধ্যে সাত হাজার পাসপোর্ট এখনো ঝুলে আছে।