বগুড়ায় সবজির বাজারে ব্যাপক ধস নেমেছে
- আপডেট সময় : ০৮:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বগুড়ায় সবজির বাজারে ব্যাপক ধস নেমেছে। বেশ কিছুদিন ধরে কমে গেছে সব ধরনের সবজির দাম। এতে লোকসান গুনছেন কৃষক। তবে, কৃষি বিভাগ বলছে, আগামীতে দাম বাড়বে।
গেল বছর কয়েক দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে, অনেক স্বপ্ন নিয়ে চড়া দামে বীজ কিনে সবজি চাষ করে কৃষক। কিন্তু, সেই সবজির দাম এবার গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। বগুড়ার সবচেয়ে বড় সবজির হাট মহাস্থানে প্রতিটি ফুলকপি সর্বোচ্চ দুই টাকা, পাতাকপি দেড় টাকা, কেজি প্রতি বেগুন চার থেকে ছয় টাকা, মুলা দুই টাকা, সিম ছ’টাকা আর লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ১০ টাকায়। আবাদের ব্যয় দূরের কথা, জমি থেকে তুলে হাটে নিয়ে আসার খরচও উঠছেনা কৃষকের।
হাট-বাজারে সবজির ক্রেতাও কমে গেছে। ফসল নিয়ে হতাশায় পড়েছে কৃষক।আগামীতে দাম বাড়বে বলে আশার কথা জানিয়েছে কৃষি বিভাগ।ক্ষতি পোষাতে রপ্তানির উদ্যোগ আর প্রণোদনার দাবি জানিয়েছে কৃষক।
















