বগুড়ার গ্রামে ঘরে ঘরে চলছে ঈদের আমেজ

- আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনার কারণে এবার শহরের জীবনে ঈদের আয়োজন ও কেনাকাটা তেমন না থাকলেও বগুড়ার গ্রামে ঘরে ঘরে চলছে ঈদ উৎসবের আমেজ। দাওয়াত করা, মেয়ে-জামাইকে উপহার দেয়া, আত্মীয়তা আর কেনাকাটায় ব্যস্ত এখন বেশিরভাগ পরিবার।
করোনায় লকডাউন আর নানা সতর্কতার পরও বগুড়া শহরের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। খোঁজ নিয়ে জানা গেছে, এদের বেশিরভাগই শহরের আশপাশের গ্রামের অধিবাসী। শহরের মানুষ যখন আতঙ্কে ঘরবন্দি, গ্রামের মানুষ চলছে মুক্ত হাওয়ায়। তাদের কোন আতঙ্ক নেই, নেই সচেতনতা। ফসল ভাল হওয়ায় ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, জামাই আর প্রিয়জনের জন্য সাধ্যমত কেনাকাটা করছেন তারা। ভোর হওয়ার পরেই তারা ছুটছেন শহরের মার্কেটে।
গ্রামীণ নাগরিকরা জানান, কোরোনা নিয়ে আতঙ্ক নেই তাদের। ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করতে পেরে তারা খুশি।তবে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ দিলেন বগুড়ার জেলা প্রশাসক মো: ফয়েজ আহম্মেদ।করোনা কিংবা আম্পান যে দুর্যোগই আসুক না কেন, স্বাস্থ্যবিধি মেনে ঘরে ঘরে ঈদের আনন্দে যেন কমতি না হয় এমনটাই চান সকলেই।