বগুড়ার গাবতলীতে বসে ছিল প্রায় চার’শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা
- আপডেট সময় : ০৫:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলী উপজেলায় বুধবার বসে ছিল প্রায় চার’শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এ মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে। মাছ আর হরেক রকম মিষ্টির জন্য বিখ্যাত এই মেলায় কোটি টাকার উপরে বেচা-কেনা হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ইছামতী নদীর তীরে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার বসে পোড়াদহের মেলা। একদিনের এই মেলায় এবারো উঠেছিল বড় বড় বোয়াল, কাতল, রুইসহ বিভিন্ন মাছ। এছাড়াও হরেক পদের মিষ্টি, ফার্নিচার, কৃষিসহ নিত্য প্রয়োজনীয় নানা ধরনের পণ্য।
মেলাকে ঘিরে পুরো এলাকায়ে শুরু হয় উৎসবের আমেজ। শুধু বগুড়া নয়, আশ-পাশের জেলা থেকেও অনেকেই আসেন মেলায়।জামাই সমাদরের নানা আয়োজন থাকে এই মেলার সময়।
প্রশাসনের অনুমতি না নিয়েই বেআইনিভাবে এবার মেলা করা হয়েছে জানালেন, জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
স্বাস্থ্যবিধি মেনে মেলা আয়োজনে সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।










