বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চার, আহত ৭
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১০:২০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
 - / ১৯০১ বার পড়া হয়েছে
 
বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে শহরের বনানী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী।
																			
																		














