বগুড়ায় শহীদ পরিবারের আর্তনাদ: এক বছরেও শুরু হয়নি বিচার

- আপডেট সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বগুড়ার শহীদ পরিবারের স্বজনদের কান্না আজও থামেনি। প্রিয়জনদের দিন-রাত কাটে চোখের পানিতে। এখন তারা খুঁজে ফিরছে ন্যায়বিচার। এক বছর কেটে গেলেও গ্রেপ্তার হয়নি প্রকৃত আসামিরা, শুরু হয়নি মামলার তদন্ত কিংবা বিচার কাজ। অনেক পরিবারের দিন কাটছে অভাব অনটনে।
দেশের মানুষের অধিকার আদায়ে তারা নেমেছিলেন পথে। ফিরেছেন মরদেহ হয়ে। আর সেই শহীদের পরিবারের ঘরে ঘরে কান্না আজও থামেনি। সন্তানের স্মৃতি বুকে নিয়ে এখনো কাঁদছেন মা। পরিবারগুলো অনিশ্চয়তা আর অভাবের অন্ধকারে।
এক বছর পেরিয়ে গেলেও ধরা পড়েনি প্রকৃত আসামিরা। আবার গণহারে আসামির মামলাগুলো নিয়ে বাণিজ্যের অভিযোগ অনেকেরই। সরকারিভাবে শহিদ পরিবারকে সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয়।
জুলাই গণহত্যার মামলা দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
বগুড়ায় গণআন্দোলনে নিহত হয়েছে ১৭ জন আর আহত শতাধিক। সবগুলি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। তবে নিরাপরাধ কেউ যেন সাজা না পায়, এমন অভিমত শহীদ পরিবারের।
বগুড়ার শহীদ পরিবারের স্বজনদের কান্না আজও থামেনি/ এখনো গ্রেপ্তার হয়নি প্রকৃত আসামিরা/ ন্যায় বিচার নিশ্চিতের দাবি