বগুড়ায় মাত্র ১৩২ টাকায় পুলিশের চাকরি পেলেন ৭১ জন

- আপডেট সময় : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চাকরি পেতে চাচা-মামার তদবির কিংবা মোটা টাকার ঘুষ দেযার প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে, বগুড়ায় মাত্র ১৩২ টাকায় পুলিশের চাকরি পেলেন ৭১ জন। অতি দরিদ্র পরিবারের এই তরুণ-তরুণীরা স্বপ্ন পূরণ করতে পেরে ভাসছে মহাআনন্দে। সততা আর সেবা দিয়ে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চায় নতুনরা।
সাগরিকা মাহাতো ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সন্তান। কঠোর সংগ্রামী জীবন তার। ১শ’ টাকার ব্যাংক ড্রাফট আর ৩২ টাকার পোস্টাল ফি দিয়েই পেয়েছেন পুলিশ কনস্টেবলের চাকরি। তার মতো ১১ জন নারী এবং ৬০ জন পুরুষও চাকরি পেয়েছেন বগুড়ায়। শুক্রবার রাতে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
এবার মেধা আর যোগ্যতার মুল্যায়ন হয়েছে। সেবার মানসিকতা নিয়েই কাজ করার প্রতিশ্রুতি সবার।
স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে, দাবী করলেন বগুড়ার পুলিশ সুপার।
বগুড়ায় কনস্টেবল পদে আবেদন করেছিল ২ হাজার ৮৪০ জন। পরীক্ষা দিয়েছিল ২ হাজার ৮০ জন।