বগুড়ায় নেহারি খেতে গিয়ে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৪৬ বার পড়া হয়েছে
বগুড়ার কাহালু উপজেলায় নেহারি খেতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
গতরাতে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দরগাহাটে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে বাড়ি থেকে উপজেলার কাজীপাড়ার একটি হোটেলে গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। পথে দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে এলে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তিনিও মারা যান।



























