বগুড়ায় আবারও লাগামহীন ডিমের বাজার

- আপডেট সময় : ১১:২২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ১৯০৪ বার পড়া হয়েছে
বগুড়ায় আবারও লাগামহীন দাম বাড়ছে ডিমের। একইসঙ্গে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। আবার ঈদের আগেই হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। আলুর বাজারও বেজায় চড়া। এঅবস্থায় নিত্য পণ্যের বাজারে লাগাম টেনে ধরার দাবি ভোক্তাদের।
গত বছর বিদেশ থেকে আমদানি করে ডিমের বাজার নিয়ন্ত্রণ করে সরকার। এ বছর আবার হঠাৎ করেই বাড়ছে ডিমের দাম। বগুড়ার বাজারে ৪-৫ দিনেই ১০ টাকা বেড়ে প্রতিহালি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আবার দিনকে দিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ব্যবসায়ীদের অভিযোগ, উৎপাদন কম এ অজুহাতে দাম বাড়াচ্ছে কর্পোরেট কোম্পানিগুলো।প্রতিবছর এই সময়ে আলু সস্তা থাকলেও এবার ৫০ থেকে ৬০ টাকা কেজি। আবার দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়।কোরবানির ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দাম আরো বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের।অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা।
প্রান্তিক পর্যায়ে ছোট ছোট খামারীদের ডিম ও মুরগি উৎপাদনে সরকারি সহযোগিতা এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ চান সাধারণ মানুষ।