বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার ভেতরে অবস্থান নিয়ে ভাংচুর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার ভেতরে অবস্থান নিয়ে ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
দুপুর ১২ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর সরকার মার্কেট সংলগ্ন এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানায়এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, গত এপ্রিল মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের কথা ছিল চলতি মাসের ১২মে। কিন্তু কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে ১৩ মে ইফতারের পরে দেয়া হবে বলে শ্রমিকদের জানিয়ে দেয়। বেতন নিয়ে টালবাহানা করায় আজ শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে । এ সময় বেতন পরিশোধের কোন আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা কারখানা ভাঙচুর চালায়।