বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ২৫৭৭ বার পড়া হয়েছে
বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। চার মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ওই কর্মসূচি পালন করছে।
মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পোহাচ্ছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। গত শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন তৃতীয় দিনের মতো আজও অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রোববারও ৪০টি কারখানা বন্ধ রাখা হয়। বৃহত্তর ময়মনসিংহ বেল্টের কিছু যানবাহন ভোগড়া বাইপাস থেকে মীরেরবাজার হয়ে বিকল্প সড়ক ব্যবহার করে রাজধানীর সঙ্গে সংযোগ রক্ষা করতে পারলেও যানজটের কারণে তা ব্যাহত হচ্ছে।

 
																			 
																		










