বই কেনার নামে ফটোকপিতে ভরা হচ্ছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি

- আপডেট সময় : ১০:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
আড়াইশ’ টাকার একটি ফটোকপি বই কেনা হয়েছে ৫ হাজার ২’শ টাকায়। অথচ মূল বইটির দামই আড়াই হাজার টাকা। বিদেশী মূল বই কেনার নামে ফটোকপি কিনে ভরা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি। এভাবে জালিয়াতির মাধ্যমে ১০লাখ টাকার বই কেনা হয়েছে ছাপাখানা থেকে।
ভারতীয় লেখক ড. আর ডি মদনের ‘মডার্ন ইনোগ্রানিক কেমিস্ট্রি’ নামে এই মূল বইটির মুদ্রিত দাম এক হাজার ২৮০রুপি। যা বাংলাদেশে আড়াই হাজার টাকায় পওয়া যায়। কিন্তু রুয়েটে বইটির ফটোকপিই কেনা হয়েছে ৫ হাজার ১৮০টাকায়। ১০হাজার ৩৬০ টাকায় কেনা হয় দুটি ফটোকপি বই। এভাবেই জালিয়াতির মাধ্যমে মূল বই কেনার নামে ফটোকপি বই কেনা হয়েছে। অথচ পরিশোধ করা হয়েছে বিদেশী মূল বইয়ের চেয়ে বেশী দাম। এমন কাণ্ডে রীতিমতো হতবাক বই ব্যবসায়ীরা।
অভিযোগের সত্যতা যাচাইয়ে এসএটিভির ক্যামেরা এবার রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিতে। ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান দাবি করছেন, ফটোকপি নয় মূল বই-ই কেনা হয়েছে।
তার কথায় লাইব্রেরির একটি কক্ষে গিয়ে বইগুলোর পাতা উল্টাতেই ধরা পড়ে, মূল নয় ফটোকপি বই-ই কেনা হয়েছে। পরে যাচাই কমিটির প্রধান অধ্যাপক আবু সুফিয়ান মো. জিয়া হাসানের মুখোমুখি হলে তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি।
তবে লাইব্রেরি উন্নয়ন কমিটির সভাপতি জানান, বই কেনাকাটায় দুর্নীতির প্রতিবাদ করায় তাকে এড়িয়েই গোপনে এ ধরনের জালিয়াতি করা হয়েছে।
চার লটে বইগুলো সরবরাহ করে রংপুরের কমটেক কম্পিউটার এন্ড প্রিন্টার্স এবং হাইটেক ডিজিটাল সাইন নামে দুটি ছাপাখানা প্রতিষ্ঠান।