ফ্রেঞ্চ লিগ ওয়ানে হোচট খেয়েছে পিএসজি
- আপডেট সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ লিগ ওয়ানে হোচট খেয়েছে পিএসজি। নান্তেসের কাছে ৩-১ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। তবে টটেনহামের সাথে ৩-২ গোলে হেরেছে ম্যানসিটি। জয় পেয়েছে আরো দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও আর্সেনাল।
তারকা খচিত দল পিএসজি যেন হারতে ভুলেই গিয়েছিল। তাদের জয়ের স্বাদে নোনা ধরালো নান্তেস। লিগ ওয়ানে ১৫ ম্যাচ পরে প্রথম হারলো মেসির দল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নান্তেস। ১৬ মিনিটে লিড দ্বিগুণ করে মেরলিন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় কম্বুয়ারের শিষ্যরা। সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন লুদোভিচ ব্লাস।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারের গোলে স্বস্তি ফিরে পিএসজি শিবিরে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ম্যাচটি ছিল মেসির ক্লাব ক্যারিয়ারের ৮০০তম ম্যাচ। উপলক্ষটা রাঙাতে পারেননি আর্জেন্টাইন তারকা। তবে লিগ টেবিলে এখনও শীর্ষেই আছে পিএসজি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি হোঁচট খেলেও জয় পায় লিভারপুল। এ জয়ে সিটির সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে ছয়ে নেমেছে অল রেডদের। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরায় সিটি স্ট্রাইকার রিয়াদ মাহেরাজ।তবে ম্যাচের শেষ মিনিটে দুর্দান্ত গোল করে টটেনহ্যামের জয় নিশ্চিত করে হ্যারি কেন।
প্রিমিয়ার লীগের অন্যম্যাচে জয় পেয়েছে আরো দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি এবং ব্রেন্ট ফোর্ডের সাথে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল।
এছাড়া স্পানিশ লা-লিগায় দেপার্তিভোকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।










