ফ্রেঞ্চ লিগে বড় জয় পেয়েছে পিএসজি
- আপডেট সময় : ০৪:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ লিগে বড় জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে লরিয়েন্টকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে ফরাসি ক্লাব প্যারিস। পার্ক দেস প্রিন্সেসে লরিয়েন্টের বিপক্ষে পুরো শক্তি নিয়েই মাঠে নামে পিএসজি।
ম্যাচের ১২ মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করেন নেইমার। এরপর ২৮ মিনিটে ইদ্রিস গুইয়ের থেকে পাওয়া বলে গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর ৫৬ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে পিএসজি। ৬৭ মিনিটে নিজের জোড়া গোলে দলকে এগিয়ে নেয় এমবাপ্পে। ছয় মিনিট পর পেনাল্টি স্পটের কাছ থেকে জোরাল শটে আসরে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। আর ম্যাচের শেষ মুহূর্তে এমবাপ্পের পাস থেকেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে লরিয়েন্ট। এদিকে, স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা।










