ফ্যাসিবাদের বীজ বপন করেছিলেন শেখ মুজিব : মাহমুদুর রহমান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
শেখ মুজিব ভালো, শেখ হাসিনা খারাপ” এ ধরনের কথা বলে একটি গোষ্ঠী ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাবর্তন করাতে চায় বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী ৩ বছরে শেখ মুজিব যে ফ্যাসিস্ট আচরণ করেছে, ১৫ বছরের স্বৈরশাসন পেলে শেখ হাসিনাকে ছাড়িয়ে যেতো। ১৯৭৫ সালে গনতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করে শেখ মুজিব ফ্যাসিবাদের বীজ বপণ করেছিলেন বলে অভিযোগ আনেনি তিনি। বলেন, বিগত সরকার গণতন্ত্রকে হত্যা করে উন্নয়নের ফানুস উড়িয়েছে। আর ফ্যাসিস্ট সরকারকে পরিপুষ্ট করতে নির্লজ্জভাবে তার হয়ে কাজ করেছে গণমাধ্যমগুলো। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত ১৫ বছর আওয়ামী সরকার বিশ্ব দরবারে স্বৈরশাসনের দৃষ্টান্ত স্থাপন করছে।