ফেসবুকে উস্কানিমূলক পোষ্ট দিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির, যোগসুত্র খুঁজে পাওয়া যায় : মাহবুবউল আলম হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ফেসবুকে উস্কানিমুলক পোষ্ট দিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির, সব ঘটনার সাথে যোগসুত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবউল আলম হানিফ।
দুপুরে নড়াইলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। হানিফ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















