ফেনী জেলা কারাগারে এই প্রথম ধর্ষক ও ভুক্তভোগীর বিয়ে অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
হাইকোর্টের নির্দেশে ফেনী জেলা কারাগারে এই প্রথম ধর্ষক ও ভুক্তভোগীর বিয়ে অনুষ্ঠিত হলো। কারাগারে বর ও কনে পক্ষের উপস্থিতিতে এই বিয়ে হয়। এদিকে, নাটোরেও আদালত চত্বরে একই ধরনের আরেকটি বিয়ে সম্পন্ন হয়েছে। পরে, ধর্ষককে জামিন দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
মিষ্টি নিয়ে দু’পক্ষের লোকজনসহ কারাগার ফটকে হাজির হন আইনজীবীরা।পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিয়ে পড়াতে আসেন কাজী। ছ’লাখ টাকা দেনমোহর ও এক লাখ টাকা পরিশোধ ধরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
গত ২৭ মে জেলার সোনাগাজীর চরদরবেশ এলাকার এক তরুনীকে ধর্ষণ করে স্থানীয় ইউপি সদস্যের ছেলে জহিরুল ইসলাম জিয়া। পরদিন ওই তরুনী মামলা করলে ২৯ মে ধর্ষককে আটক করে পুলিশ। তবে, আদালতের আদেশে খুশি কনে।
মুক্তি পেয়ে বিয়ে করবে– এই শর্তে ধর্ষকের জামিনের আবেদন করা হয়। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিন না দিয়ে কারাফটকেই ধর্ষক ও ভুক্তভোগীর বিয়ে আয়োজনের জন্য ফেনী কারাগারের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন।
৩০ দিনের মধ্যে বিয়ে বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে, গত ১৯ অক্টোবর রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার রওশনপুর উত্তরপাড়ার মানিক হোসেন একই এলাকার এক তরুণীকে ঘরে ঢুকে ধর্ষণ করে। ওইদিনই থানায় মামলা হলে মানিককে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
বৃহস্পতিবার মামলার শুনানিতে ধর্ষকের জামিন আবেদন করেন আসামীপক্ষের আইনজীবী। উভয় পরিবার বিয়েতে সম্মতি দিয়েছে বলে আদালতকে জানান তিনি। বিয়ে সম্পন্ন হওয়ার পর, মানিক হোসেনের জামিন মঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালত।
এ নিয়ে আদালত পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এসময় দু’পক্ষের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।