ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির দিকে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির দিকে রয়েছে। তবে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্ন আয়ের হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকেরা।
পানি উন্নয়ন বোর্ড জানায়,গত শনিবার রাতে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর ২টি স্থানে বাঁধ ভেঙ্গে ৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। বর্তমানে পানি বিপদ সীমার নিচে থাকলেও নদী গুলোর বাঁধ ভাঙ্গা অংশ দিয়ে এখনো পানি প্রবেশ করছে। ফলে ঐসব এলাকার নিম্নাঞ্চল গুলো এখনো রয়েছে পানিতে তলিয়ে।ইতিমধ্যে বন্যায় ঘর-বাড়ি,ফসলি জমিসহ অনেক গ্রামীন সড়ক নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি ও মৎস্য বিভাগ জানায় বন্যায় ১০৫ হেক্টর রোপা আমন, ৬ হেক্টর সবজী, শতাধিক পুকুরের ২২ লাখ টাকার ২ লক্ষ্য পোনা মাছ পানিতে ভেসে গেছে।