ফেনীর ছাগলনাইয়ায় গোলাগুলিতে ডাকাত নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়ায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ কামরুল প্রকাশ গুনাই কামরুল নামে একজন নিহত হয়েছে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, পাঠানগড় ইউনিয়নের পশ্চিম শিলুয়া এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুনাই কামরুল নামের এক ডাকাত সদস্যের মৃতদেহ দেখতে পায়। এসময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলিসহ রামদা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। ডাকাত গুনাই কামরুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি,অস্ত্র ও দস্যুতাসহ মোট ১৫ টি মামলা রয়েছে।
















