ফেনীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ফেনী শহরের বারাহিপুরে নিজ স্ত্রী তাহমিনা আক্তার হত্যা মামলায় স্বামী ওবায়দুল হক টুটুলকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। এর আগে মামলার একমাত্র আসামী ওবায়দুল হক টুটুলকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে আনা হয়। আদালত সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তি এবং স্ত্রী কতৃক পরিবারকে ‘ব্ল্যাকমেইল’ করার অজুহাত দেখিয়ে ফেসবুক লাইভে এসে ২০২০ সালের ১৫ এপ্রিল স্ত্রী তাহমিনাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে ওবায়দুল হক টুটুল। পরে ঘটনার দিন তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।