ফেনীতে ভুল চিকিৎসায় প্রসুতি ফারহানা আক্তারের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ফেনীতে ভুল চিকিৎসায় প্রসুতি ফারহানা আক্তারের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গেল রাতে শহরের এস এস কে রোডের বেসরকারি প্রতিষ্ঠান চিশতিয়া মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাংচুরের চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারা যাওয়া প্রসুতির স্বজনরা জানান, দুপুরে স্থানীয় এক দালালের পরামর্শে ফারহানা আক্তারের স্বজনরা হাসপাতালটিতে ভর্তি করায়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক প্রসূতি ফারহানার দ্রুত সিজার করতে হবে বলে অপারেশন থিয়েটারে নেন। পরে প্রসুতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে হাসপাতাল কতর্পক্ষ চট্রগ্রাম মেডিকেলে নেয়ার পরামর্শ দেয়। তবে সেখানে নেয়ার পথেই মৃত্যু হয় তার।