ফেনীতে পিকআপ চাপায় বাজার কমিটির সেক্রেটারী ও শর্শদি ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ফেনীর মোহাম্মদ আলী বাজারে পিকআপ চাপায় বাজার কমিটির সেক্রেটারী ও শর্শদি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ শাহজাহান নিহত হয়েছেন।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিপাল হাইওয়ে থানার উপ পরিদর্শক রাকিবুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।