ফেনীতে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ফেনীতে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ ও চীফ জুডিশিয়াল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।
সকালে আদালত চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক না থাকায় মামলাগুলোর সুরাহা হচ্ছে না এবং যিনি বিচারকার্যের দায়িত্বে আছেন, তিনি মামলা সম্পর্কে বিস্তারিত জানছেন না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। অপরদিকে, চীফ জুডিশিয়াল ভবন না থাকায় বিচারকার্য পরিচালনায় হিমশিম খাচ্ছেন বিচারকসহ মামলায় সংশ্লিস্ট ব্যক্তিরা। এতে ব্যহত হচ্ছে মামলার বিচার কার্যক্রম। এসময় দ্রুত বিচারক নিয়োগ ও ভবন নির্মাণ না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।










