ফেনীতে দুই বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর

- আপডেট সময় : ০৪:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে, ফেনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই বিদ্রোহী প্রার্থীর বাড়ীতে ব্যাপক হামলা ভাংচুর ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
আসছে ২৮ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। এরই অংশ হিসেবে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে প্রচারণা নেমে সহিংসতা হয় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় গুলি বিনিময় হলে আহত হয়েছেন ১০ জন।আহত হন অন্তত ১০ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খান ও ইয়াসিন আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইয়াসিন আলম মারা গেছেন।
সংঘর্ষের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ফেনীর ছনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই বিদ্রোহী প্রার্থীর বাড়ীতে ব্যপক হামলা ভাংচুর ও গুলি বর্ষণ এর ঘটনা ঘটেছে।
হামলায় জড়িত সন্দেহে ছনুয়া ইউনিয়নের মধ্যম ছনুয়া গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী করিমুল্লাহ’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরে চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা ইব্রাহীম ভুইয়া এবং অপর চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম আবু পাটোয়ারীর বাড়িতে ব্যাপক ভাংচুর চলে।এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হামলাকারীরা সটকে পড়ে।
ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে।