ফেডারেশন কাপ দিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ফেডারেশন কাপ দিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গেলো আসরের দুই ফাইনালিস্ট। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। সোমবার ক্লাবগুলোর অংশগ্রহণে বাফুফে ভবনে উন্মোচিত হয়েছে আসরের ট্রফি। করোনাকালে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও, শুরু’র অপেক্ষায় ঘরোয়া ফুটবল। যার রেশ কাটছে ফেডারেশন কাপ দিয়ে। ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ক্লাবগুলো। এদিকে, আর্থিক জটিলতায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের এবং নির্দিষ্ট সময়ে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করায় আসরে অংশগ্রহণ অনিশ্চিত ছিলো ব্রাদার্স ইউনিয়নের। তবে, সব জটিলতা কাটিয়ে ১৩ দলই অংশ নিচ্ছে এই আসরে।



















