ফেডারেশন কাপে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ফেডারেশন কাপের নতুন মৌসুমকে জয় দিয়ে রাঙ্গালো সাইফ স্পোর্টিং ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আক্রমণ আর পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে খেলা। তবে উত্তর বারিধারার তুলনায় আধিপত্য দেখায় সাইফ স্পোর্টিং ক্লাব। যদিও গোলশূন্যতেই শেষ হয়েছে প্রথমার্থের খেলা। আত্মঘাতী গোলে বিরতির পর ডেডলক ভাঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাব। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান বারিধারার মিশরীয় ডিফেন্ডার আব্দেল রাহিম। পরের সময়টাতে বারিধারাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সাইফ। ৬৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ আর ৭০ মিনিটে সাইফকে ৩-০ গোলের লিড এনে দেন ফয়সাল আহমেদ ফাহিম। আক্রমণের পসড়া সাজিয়েও পরে আর ব্যবধান বাড়াতে পারেনও সাইফ। ম্যাচে ফিরতে পারেনি বারিধারা।



















