ফুটবল ও ক্রিকেটের পর করোনাভাইরাস মোকাবেলায় এগিয়ে এলেন টেনিস তারকা

- আপডেট সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ফুটবল ও ক্রিকেটের পর এবার করোনাভাইরাস মোকাবেলায় এগিয়ে এলেন টেনিস তারকা। করোনার উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সুইজারল্যান্ডবাসীর জন্য ১ লাখ সুইস ফ্রাঙ্ক অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৯০ লাখ টাকা দান করলেন রজার ফেদেরার ও তার স্ত্রী মিরকার।
অর্থ দানের ঘোষণা দিয়ে এই সুইস তারকা জানান, প্রয়োজনে দেশের জন্য আরো ভূমিকা রাখবেন তিনি। পাশা-পাশি প্রত্যাশা করেন সংকট মোকাবেলায় সবাই এগিয়ে আসবেন। হাঁটুর চোটে পড়ে গত অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালটা খেলেছেন অস্বস্তির সঙ্গে, হেরে গেছেন নোভাক জোকোভিচের কাছে।এরপর ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করিয়েছেন। প্রায় সুস্থ হয়ে ওঠার পথে ফেদেরার। আগেই জানিয়েছিলেন, ফ্রেঞ্চ ওপেন খেলবেন না। মে মাসে নির্ধারিত ফ্রেঞ্চ ওপেন এমনিতেও হচ্ছে না করোনাভাইরাসের কারণে। পিছিয়ে গেছে অক্টোবর পর্যন্ত। খেলার কথা ছিল তার প্রিয় উইম্বলডনে, যেটি শুরু হওয়ার কথা ২৯ জুন।