ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও জনপ্রিয়তা বাড়ছে ওমানে

- আপডেট সময় : ০১:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও জনপ্রিয়তা বাড়ছে ওমানে। প্রায় ৫৫ লক্ষ মানুষের শহরে ব্যাট বলের লড়াই জমছে বিশ্বকাপের ময়দান। কয়েক বছর আগে ওমানের মানুষেরা সেটা ভাবতেও পারেননি।
ওমানের ক্রিকেট ইতিহাস বেশি দিনের নয়। কিন্তু এরই মধ্যে গড়ে উঠেছে তাদের ক্রিকেট কাঠামো। এই ছবিগুলো আর এই ট্রফিগুলো তারই প্রমাণ।
ডালিয়া ও জামিয়া দুজনই আইসিসির ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে। কাজের শর্তে তাদের অবস্থান ওমানের রাজধানী মাসকাটে। তারাই জানালেন এদেশে কেন ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে।
ওমানের সরকার, ক্রীড়ামন্ত্রীসহ খেলাধুলায় সংশিষ্ট সকলের চাওয়া এদেশের ক্রিকেটের উন্নতি। আপনারা মাঠেই দেখতে পাচ্ছেন কত নিখুতভাবে প্রস্তুত করা হচ্ছে এ স্টেডিয়ামটি। কদিন আগেও এমনটি হতো না।
রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশীরাও কাজের ফাঁকে ছুটে আসে স্টেডিয়ামে। পরবাসে নিজের দেশের ক্রিকেটাররা যেন তাদের জন্য অক্সিজেন।
এই সবুজ ঘাসে মোড়ানো ওমানের আল আমারাত স্টেডিয়ামের সৌন্দর্য আরো বাড়িয়েছে চারিপাশে ছড়িয়ে থাকা পাহাড়গুলো। এদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পরিবেশও যেন হাত উচিঁয়ে দাড়িঁয়ে রয়েছে।